হট ভয়েস

কীভাবে যেকোনো দেশে আনলিমিটেড ফ্রি এসএমএস পাঠাবেন

Hello everybody,
আজ আমি আপনাদের শিখাব কীভাবে ফ্রিতে এসএমএস পাঠাতে হয়।
প্রথমে

যান। তারপর নিচের ছবির মতো একটি পেজ আসবে

এবার ‘Asia’ চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং তারপর নিচের ছবির মতো আরেকটি পেজ আসবে

তারপর Bangladesh সিলেক্ট করুন। এরপর নিচের ছবির মতো আরেকটি পেজ আসবে

এবার Mobile Number বক্সে আপনি যাকে মেসেজ পাঠাবেন তার মোবাইল নাম্বারটি টাইপ করুন। Message বক্সে ১৬০ অক্ষরের মধ্যে আপনার মেসেজটি লিখুন। এবং Verification code বক্সে এর পাশের কোডটি টাইপ করুন এবং সবশেষে নিচে send লেখায় ক্লিক করুন।
এবার নিচের ছবির মতো একটি পেজ দেখবেন

যদি এরকম পেজ আসে তাহলে মনে করবেন, মেসেজটি সেন্ড হয়েছে
সবাই ভালো থাকবেন কনো রকম সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন।।।। ধন্যবাদ

মহান আল্লাহর শুকরিয়া আদায় করা ওয়াজিব?

আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যে রাতে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মিরাজ
ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছিল, সে রাতে তাঁর নিকট মদ
দুধের দুখানা পাত্র আনা হল। তখন তিনি উভয়ের দিকে
তাকিয়ে দেখে দুধের বাটি খানা তুলে নিলেন।
মহান আল্লাহ বলেছেন,

ﻓَﭑﺫۡﻛُﺮُﻭﻧِﻲٓ ﺃَﺫۡﻛُﺮۡﻛُﻢۡ ﻭَﭐﺷۡﻜُﺮُﻭﺍْ ﻟِﻲ ﻭَﻟَﺎ ﺗَﻜۡﻔُﺮُﻭﻥِ

তোমরা আমাকে স্মরণ কর; আমিও তোমাদের স্মরণ করব।
তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আর কৃতঘ্ন হয়ো না।” (সূরা
বাকারা ১৫২ আয়াত)
তিনি অন্যত্র বলেন,

ﻟَﺌِﻦ ﺷَﻜَﺮۡﺗُﻢۡ ﻟَﺄَﺯِﻳﺪَﻧَّﻜُﻢۡۖ ﻭَﻟَﺌِﻦ ﻛَﻔَﺮۡﺗُﻢۡ ﺇِﻥَّ ﻋَﺬَﺍﺑِﻲ ﻟَﺸَﺪِﻳﺪ

তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান
করব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে
কঠোর।” (সূরা ইব্রাহীম আয়াত)
তিনি অন্য জায়গায় বলেন,
ﻭَﻗُﻞِ ﭐﻟۡﺤَﻤۡﺪُ ﻟِﻠَّﻪِ
বল, সমস্ত প্রশংসা আল্লাহরই।” (সূরা ইসরা ১১১ আয়াত)
তিনি আরও বলেছেন,

ﻭَﺀَﺍﺧِﺮُ ﺩَﻋۡﻮَﻯٰﻬُﻢۡ ﺃَﻥِ ﭐﻟۡﺤَﻤۡﺪُ ﻟِﻠَّﻪِ ﺭَﺏِّ ﭐﻟۡﻌَٰﻠَﻤِﻴﻦَ

তাদের শেষ বাক্য হবে, আলহামদু লিল্লাহি রাবিবল
আলামীন (সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক
আল্লাহর জন্য)” (সূরা ইউনুস ১০ আয়াত)
আরবি হাদিস

ﻭَﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳﺮَﺓَ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ: ﺃَﻥَّ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﺃُﺗِﻲَ ﻟَﻴْﻠَﺔَ ﺃُﺳْﺮِﻱَ ﺑِﻪِ
ﺑِﻘَﺪَﺣَﻴْﻦِ ﻣِﻦْ ﺧَﻤْﺮٍ ﻭَﻟَﺒَﻦٍ، ﻓَﻨَﻈَﺮَ ﺇِﻟَﻴْﻬﻤَﺎ ﻓَﺄَﺧَﺬَ ﺍﻟﻠَّﺒَﻦَ. ﻓَﻘَﺎﻝَ ﺟِﺒﺮِﻳﻞُ: ﺍَﻟﺤَﻤْﺪُ ﻟﻠﻪِ ﺍﻟَّﺬِﻱ ﻫَﺪَﺍﻙَ
ﻟِﻠﻔِﻄْﺮَﺓِ ﻟَﻮْ ﺃَﺧَﺬْﺕَ ﺍﻟﺨَﻤْﺮَ ﻏَﻮَﺕْ ﺃُﻣَّﺘُﻚَ. ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ

বাংলা অর্থ
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যে রাতে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মিরাজ
ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছিল, সে রাতে তাঁর নিকট মদ
দুধের দুখানা পাত্র আনা হল। তখন তিনি উভয়ের দিকে
তাকিয়ে দেখে দুধের বাটি খানা তুলে নিলেন। দেখে
জিবরাঈল ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ বললেন: ‘সেই আল্লাহর প্রশংসা,
যিনি আপনাকে প্রকৃতির দিকেই পথ দেখালেন। যদি
আপনি মদের পাত্রটি ধারণ করতেন, তাহলে আপনার উম্মত
পথভ্রষ্ট হয়ে যেত।
[
সহীহুল বুখারী ৩৩৯৪, ৩৪৩৭, ৫৫৭৬, ৫৬০৩, মুসলিম ১৬৮, ১৭২,
তিরমিযী ৩১৩০, নাসায়ী ৫৬৫৭, আহমাদ ২৭৩০৬, ১০২৬৯,
দারেমী ২০৮৮]
Design by MD Rijon

Powered by Shafin Rijon